চট্টগ্রামঃ জেলার মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
গতকাল সোমবার (০৫অক্টোম্বর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে জানান সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ।
তিনি বলেন, স্বাভাবিক বদলির অংশ হিসেবে এই আদেশ এসেছে। বদলির আদেশ হওয়াদের মধ্যে আটজন অতিরিক্ত উপকমিশনার ও তিনজন সহকারী কমিশনার রয়েছেন।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফকে ডিবি দক্ষিণ জোনে, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদকে ডিবি উত্তর ও পিআর বিভাগে, কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথকে সিএমপির দক্ষিণ জোনের দায়িত্বে, ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীনকে কাউন্টার টেররিজম ইউনিটে, ট্রাফিক বন্দরের অতিরিক্ত উপকমিশনার অলক বিশ্বাসকে বন্দর জোনে, সিএমপির স্টেট ডিপার্টমেন্টের অতিরিক্ত উপকমিশনার নাদিরা নুরকে উত্তর জোনে, সিএমপির উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমানকে ট্রাফিক বন্দর ও বন্দর জোনের (পিওএম) দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার নুতান চাকমাকে সিএমপির (এমটি) ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।
এছাড়া সিএমপির এস্টেট ডিপার্টমেন্টের সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিনকে ট্রাফিক পশ্চিম জোনে, ট্রাফিক পশ্চিমের সহকারী কমিশনার কীর্তমান চাকমাকে বন্দর জোনে ও বন্দর জোনের সহকারী কমিশনার কামরুল হাসানকে এস্টেট ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।
আগামীনিউজ/জেহিন