মুন্সিগঞ্জঃ নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ফেরি চলাচল কখন শুরু হতে পারে, এ বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (০১অক্টোম্বর) বেলা ১১টার পর থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে।
সকাল সাড়ে ৬টায় একটি ফেরি মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে রওয়ানা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পৌঁছায় সকাল পৌনে ১১টায়। এরপর থেকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান গণমাধ্যমকে জানান, নাব্যতা সংকটের কারণে বর্তমানে এ নৌরুটে সীমিত আকারে কয়েকটি ছোট ফেরি চলাচল করছিল। বৃহস্পতিবার নৌরুটের চ্যানেলে পলি জমে পানির গভীরতা কমে যাওয়ায় ফেরি চালানো যাচ্ছে না। ফলে সকাল সোয়া ১১টার পর থেকে ফেরি বন্ধ রয়েছে।
আগামীনিউজ/জেহিন