যশোরঃ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আজ বিশ্ব মানবতার মা, ডিজিটাল দেশের রূপকার, বিশ্ব নন্দিনী প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন। গ্রাম বাংলার আনাচে-কানাচে পথে প্রান্তরে শত শত মাইল হেটে ১৯৭৫ পর বিধ্বস্ত আওয়ামীলীগকে সু-সংগঠিত করেছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা অন্ধকারে আলোর প্রদীপ জ্বেলেছেন।
মেয়র বলেন, "আপনারা আজ যে দুঃখ কষ্ট বেদনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার সমাপ্তি ঘটবে। আজকের প্রকৃত আওয়ামীলীগ এই শার্শায় নির্যাতিত হচ্ছে। আপনারা মনে রাখবেন শার্শার মালিক কোন নির্দিষ্ট ব্যক্তি নয়। শার্শার মালিক শার্শার সাধারন মানুষ। আপনারা কারো গোলাম নন। আপনারা রাজনীতি করেন জননেত্রীর শেখ হাসিনার রাজনীতি। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। তাই কোন ব্যক্তির হুমকি ধামকিতে ভয় না পেয়ে আপনারা সাহসের সাথে ধর্যৈর সাথে, আদবের সাথে রাজনীতি করেন।"
তিনি আরো বলেন, "যদি কেউ এরপর থেকে আওয়ামীলীগ নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন নিপীড়ন করে তাকে আর ছাড় দেওয়া হবে না। তাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। আপনারা মনে রাখবেন- যে ব্যক্তি আজ শার্শার মাটিতে জামাত বিএনপিকে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্ব দিচ্ছে। বিভাজন বিভেদ সৃষ্টি করছে তাতে আওয়ামীলীগের এই শার্শায় ভোট কমছে। বাড়ছে জামাত বিএনপির ভোট। আর চাপের মুখে আছে প্রকৃত ত্যাগী আওয়ামীলীগ নেতা কর্মীরা।"
তিনি গত সোমবার (২৮ সেপ্টেম্বর) শার্শা উপজেলা অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ এর আয়োজনে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন। কেক কেটে, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল , প্রার্থনাসভা, দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক উলাশি ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার হোসেন, সিনিয়র সদস্য আবুল হোসেন বাবলু, বদিয়ার রহমান তরফতার, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সমাজ ও ত্রান বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ খোদাবক্স, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, ডিহি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খতিব আমেনা বেগম, সাধারন সম্পাদক শারমিন আক্তার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, যশোর জেলা আ্ওয়ামী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক বকুল, তিতুমির কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদত তুহিন ফারাজি, শাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।
আগামীনিউজ/মিথুন