দিনাজপুরে সব নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই

জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২০, ০১:৩৫ পিএম
ছবি সংগৃহীত

 দিনাজপুরঃ জেলায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে নিম্নাঞ্চলসহ সর্বত্র জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টিপাত আগামী ৩ দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুর ২টা থেকে গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তর ৪৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। গতকাল একই সময়ে ২৪ ঘণ্টায় ৩১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত ২ দিনের অবিরাম বৃষ্টিপাত ও ভারি বর্ষণের কারণে জেলার নিম্নাঞ্চলসহ সর্বত্রই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলবদ্ধতা ও বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও শ্রমিকরা অবিরাম বৃষ্টিপাতের কারণে মাঠে-ময়দানে কাজে যেতে পারছেন না। ফলে নিম্ন আয়ের মানুষ অবিরাম বর্ষণের কারণে দুর্ভোগে পড়েছেন।


 দিনাজপুর জেলার ছোট-বড় ১৭টি নদীর পানি বাড়তে শুরু করেছে। বর্ষাকাল শেষে শরতের এই আশ্বিন মাসে মৌসুমি নিম্নচাপ ও বৃষ্টিপাত হওয়ায় নদীগুলোতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দিনাজপুর শহর ঘেঁষে প্রবাহিত পুনর্ভবা নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি উঠে এসেছে। এভাবে বর্ষণ হলে জেলার পুনর্ভবা, ঢেপা, ইছামতি, আত্রাই, ছোট যমুনা ও করোতোয়াসহ সব নদীর পানি বেড়ে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিম্নাঞ্চলে জলবদ্ধতা এবং ঘনবসতি এলাকায় ডোবা, নালা, খালবিল পানিতে ভরে যাওয়ায় পুকুরে চাষ করা মাছ বের হয়ে যাওয়ায় মাছচাষিরা পড়েছেন বিপাকে। জেলার অনেক এলাকায় চাষিদের পুকুরের মাছ বের হয়ে গেছে। চাষ করা মাছ পুকুরে বেঁধে রাখতে নেট জাল দিয়ে পুকুর ঘিরে মাছ ঠেকানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রটি বলছে, আগামী ২ দিন বৃষ্টিপাত ও বর্ষণ আরো বেড়ে যেতে পারে। আগামী (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত মৌসুমি নিম্নচাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আগামী (২৭ সেপ্টেম্বর)  থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/জেহিন