ময়মনসিংহঃ জেলার গফরগাঁওয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে অজ্ঞাত এক যুবককে (২৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহুয়া ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার(২২সেপ্টম্বর) সকালে রেলওয়ে পুলিশ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশন কর্তৃপক্ষ, রেলপুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২১সেপ্টম্বর) রাত সোয়া আটটার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহুয়া ট্রেন গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি শেষে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরপরই ষ্টেশনের ষ্টার্টার সিগন্যালের একটু সামনে রেলওয়ে ষ্টেশন থেকে ১০০ গজ দূরে রেলওয়ে গোরস্থানের সামনে চলন্ত ট্রেনের ছাদ থেকে এই অজ্ঞাতনামা যুবককে ফেলে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত এই যুবক প্রায় ৩০ মিনিট রেললাইনের উপর পড়েছিল । খবর পেলেও রেলওয়ে কিংবা রেল পুলিশের কোন লোকজন তার সাহায্যে এগিয়ে আসেনি। পাশ্ববর্তী জামিয়া মদিনাতুল উলুম আলহাজ্ব আকবর হোসেন কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা আহত এই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিন্তু যুবকের সাথে কেউ না থাকায় কেউ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেনি। ফলে প্রায় বিনা চিকিৎসায় রাত একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
আগামীনিউজ/জেহিন