ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২০, ০১:৪৪ পিএম
ছবি; সংগৃহীত

দিনাজপুরঃ জেলার ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে আনা হয়। ওসি আমিরুল নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইনসে আনা হয়েছে।

এর পরিবর্তে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে আজ শুক্রবার ওসি আমিরুল ইসলাম জানান, তিনি ঘোড়াঘাট থেকে প্রত্যাহার হয়েছেন। অস্ত্র জমা দেয়ার জন্য দিনাজপুরে এসপি অফিসে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ৯ দিনের মাথায় ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হলো।

আগামীনিউজ/আমিন