করোনায় আক্রান্ত চসিকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ৮, ২০২০, ০৫:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (অবসর সেনা সদস্য) মো. কামাল হোসেন দ্বিতীয় ধাপে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । বর্তমানে তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) চসিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (অবসর সেনা সদস্য) মো. কামাল হোসেন  বলেন, নমুনা পরীক্ষার ফলাফলে আমার পজিটিভ আসে। বর্তমানে আমি মা ও শিশু হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ হয়ে আবার আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (০৮ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৫২ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

আগামীনিউজ/এএইচ