কোথায় হারিয়ে গেল জিনিয়া?

নিজস্ব প্রতিবেদক ‌ সেপ্টেম্বর ৫, ২০২০, ০৯:৪০ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ চার দিনেও মেলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ফুল বিক্রি করা ছোট্ট শিশু জিনিয়ার (৮) সন্ধান। মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর ) রাতে টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয় জিনিয়া। কে বা কারা তাকে নিয়ে গেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে টিএসসি এলাকায় নিয়মিত আড্ডা দিতে আসা দুই নারী জিনিয়াকে নিয়ে গেছেন বলে মনে করে তার পরিবার। সে দুই নারীর পরিচয়ও জানা যায় নি।

মা শিমু, ছোট বোন সিনথিয়া (৭) আর ভাই পলাশের (১৭) সঙ্গে জিনিয়ারা থাকত টিএসসির বারান্দায়। জিনিয়া বালতিতে করে ফুল বিক্রি করত।জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অনেকে শিক্ষার্থী, টিএসসি এলাকার চায়ের দোকানদার, ফুচকার দোকানদার আর ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতাদের সবারই পরিচিত ছিল বলে জানা যায়।

জিনিয়ার মা শিমু শাহবাগ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেও এখনো কোনো হদিস মেলেনি তার।মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার আগের সময়টাতে জিনিয়া দুজন নারীর সঙ্গে কথা বলেছিল বলে জানা গেছে। তাদের চেহারার বর্ণনা এবং ওই দিন রাতে পরনে থাকা পোশাকের বর্ণনাও দিয়েছেন মা শিমু এবং টিএসসি এলাকার চায়ের দোকানদারেরা। নিখোঁজ হওয়ার আগে এই দুই নারীর সঙ্গে টিএসসির নিজামের ফুচকার দোকানে ফুচকা খেয়েছে সে । এরপর শামসুন্নাহার হলের কাছে থাকা ‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’র পাশে বসে গল্পও করে। 

ওই দিন রাত সাড়ে নয়টার দিকে ছোট মেয়ে সিনথিয়াকে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পাশে রেখে জিনিয়াকে ডাকতে যান মা শিমু। দুই নারীর সঙ্গে জিনিয়া তখন ফুচকা খাচ্ছিল। তিনি জিনিয়াকে বৃষ্টি আশার আগে ফুল বিক্রি শেষ করার তাগাদা দেন। তখন ওই দুই নারী বলেন, জিনিয়াকে ফুচকা খাওয়া শেষে ডাসের পেছনে দিয়ে আসবেন। এ সময় কেউ একজন ডাক দেওয়ায় সেখান থেকে চলে আসেন শিমু ।

আগামীনিউজ/মিথুন