দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প উম্মুক্ত/খুলে দেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক’শ নৌযান মালিক ও কর্মচারীরা অংশ নেন।
মানবনবন্ধনে বক্তারা করোনা বিধি নিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার করার প্রতিশ্রুতিও দেন। করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বনবিভাগ। এর ফলে দীর্ঘ ৬ মাস ধরে এ পর্যটন শিল্পের সাথে জড়িত ৫০টি লঞ্চ, সাড়ে ৩শ জালিবোট ও দেড়শ ট্রলারের প্রায় ৫ হাজার মালিক এবং কর্মচারীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধন থেকে সুন্দরবন নির্ভরশীল পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা দ্রুত সুন্দরবন খুলে দেয়ার জন্য বনবিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তারা বলেন, দেশের বিভিন্নস্থানের পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে দেয়া হলেও ব্যতিক্রম সুন্দরবনের ক্ষেত্রে। আমরা ব্যবসায়ী-কর্মচারীদের দাবী অচিরেই সুন্দরবন খুলে দেয়া হোক, তা না হলে আমাদের পথে বসতে হবে। পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হবে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মর্তা মো: বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোন ধরণের নিদের্শনা আসেনি। নিদের্শনা পেলেই পর্যটকদের জন্য অবশ্যই সুন্দরবন খুলে দেয়া হবে।
আগামীনিউজ/এএস