ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের ভাই ইসতিয়াক হাসান জুয়েল মণ্ডলকে (৪১) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক ‘অফিস আদেশ’ থেকে এ তথ্য জানা গেছে।
অধিদফতরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিফাতুল হোসাইনের সাক্ষরিত এই আদেশের কপি বুধবার সন্ধ্যায় ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষের হাতে পৌঁছায়। জুয়েল মণ্ডল এই ইন্সটিটিউটের উপসহকারী প্রশিক্ষক।
ওই আদেশে বলা হয়েছে, জুয়েল মণ্ডলের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় গত ১৮ মে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা (নম্বর ৩১) হয়েছে। এই মামলায় পরোয়ানা জারির পর ১৮ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। এ অবস্থায় বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতারের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি খোরপোষ পাবেন।
জুয়েল মণ্ডল ফরিদপুর শহরের বদরপুর এলাকার মৃত সালাম মণ্ডলের ছেলে। ১৮ আগস্ট বিকালে পুলিশের একটি দল ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জুয়েল মণ্ডলের ভাই বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। অপর ভাই রুবেল ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি।
বরকত ও রুবেলকে গত ৭ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করে পুলিশ। একই মামলায় আসামি হিসেবে গ্রেফতার করা হয় জুয়েল মণ্ডলকে।
ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুর রউফ বলেন, জুয়েল মণ্ডলের গ্রেফতার হওয়ার খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এ প্রেক্ষাপটে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আগামীনিউজ/এএস