বরগুনাঃ ঘূর্ণিঝড় সিডরের পর একযুগে জেলার পাথরঘাটার দু'টি বাঁধ ভেঙেছে অন্তত ১২ বার। প্রতিবারই হয়েছে অস্থায়ী মেরামত।
সম্প্রতি অস্বাভাবিক জোয়ারে পদ্মা বেড়িবাঁধের এক কিলোমিটার ভেঙে বিলীন হয়েছে নদীগর্ভে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও মাছের ঘের। অভিযোগ উঠেছে, বারবার নামমাত্র মেরামত করে ঠিকাদাররা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদীঘেঁষা জিনতলা ও পদ্মা বেড়িবাঁধ। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে বেড়িবাঁধ দু'টি ভেঙে যায়। ১২ বছরেও স্থায়ীভাবে নির্মাণ হয়নি বাঁধ দু'টি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন দেখা দিলেই অস্থায়ী মেরামত করে ঠিকাদাররা হাতিয়ে নেন লাখ লাখ টাকা।
সামান্য জোয়ারেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসলি জমি ও মাছের ঘের। বারবার বেড়িবাঁধ মেরামতের পরও ভেঙে যাওয়ার কারণ হিসেবে বর্ষাকালকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড।
শিগগিরই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর কথা জানান বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে একসময় নদীতে বিলীন হয়ে যাবে ৮টি গ্রাম। তাই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।
আগামীনিউজ/এএইচ