ভোলার তজুমদ্দিনের মেঘনায় নৌকা ডুবির দুইদিন পর নিখোঁজ জেলে শফিউল্যাহর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) মেঘনার বাসনভাঙ্গা চর এলাকা থেকে স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামের আবদুল আলী কোতোয়ালের ছেলে। নিহতের বাড়িতে বইছে শোকের মাতম
ডুবে যাওয়া নৌকার মাঝি ইব্রাহীম জানান, ২৪ আগস্ট সোমবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরে তজুমদ্দিনের ঘাটে তারা ফিরছিল। ফেরার পথে বাসনভাঙ্গা চরের এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এ সময় ৬ মাঝি মাল্লা সহ নৌকাটি মেঘনায় ডুবে যায়। পার্শ্ববর্তী নৌকা এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে। শফিউল্যাহ (৩৫) নদীতে ডুবে নিখোঁজ হন।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ জানান, সোমবার নদীতে জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুঁজি করি। ওই সময় তাকে পাওয়া যায়নি। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলেরা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
আগামীনিউজ/এএস