টাঙ্গাইলে দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী

টাঙ্গাইল প্রতিনিধি জুলাই ১৬, ২০২০, ০১:৩৩ পিএম
সংগৃহীত

টানা বর্ষণ এবং উজানের ঢল অব্যাহত থাকায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলার ভূঞাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার শতাধিক গ্রামের দেড় লক্ষধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।  পানিবন্দী এসব এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর জমির আউস ধান, পাট, তিল ও সবজি। ভেসে গেছে পুকুরের মাছ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বৃহস্প্রতিবার টাঙ্গাইলে যমুনা নদীর পানি জোকারচর পয়েন্টে ৫৬ সেন্টিমিটার বৃদ্বি পেয়ে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অপর দিকে এলাসিন পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১ লক্ষ ৩৪ হাজার মানুষ। জেলায় বন্যার্তদের ৪০০ মেট্রিক টন চাল, নগদ ১৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শিশু খাদ্য ২ লক্ষ টাকা এবং গোখাদ্য ২ লক্ষ টাকা এবং শুকনো খাবারের ৪ হাজার প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।  

আগামীনিউজ/মোস্তফা/জেএফএস