সিলেটে করোনায় চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক জুলাই ৮, ২০২০, ০৫:০৪ পিএম
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের প্রবীণ চিকিৎসক ডা. মুজিবুল হক চৌধুরী (৮০) মারা গেছেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর বাবা।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সিলেট নগরের মাউন্ড এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুজিবুল হক সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। বর্তমানে তিনি দরগা ঝর্ণারপাড় এলাকায় নিজ বাসভবনে অবসর জীবনযাপন করছিলেন।

জানা গেছে, কয়েকদিন আগে মুজিবুল হক, তার স্ত্রী ফাতেমা রওশন আরা চৌধুরী ও তাদের বড় ছেলে এনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হন। পরে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন তারা। এরই মধ্যে ড. এনামুলের শারীরিক অবস্থার অবনতি ৪ জুলাই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। তার মা বাসায় আইসোলেশনে আছেন। মুজিবুল করোনার কাছে হেরে গেলেন। বুধবার (৮ জুলাই) দুপুরে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে তাকে সিলেট নগরের মানিকপীর মাজার গোরস্থানে দাফন করা হয়েছে।

আগামী নিউজ/জেএফএস