মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এনে স্থানীয়রা মানববন্ধন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুরের রাজৈর থানায় কতিপয় পুলিশ রাজৈরের ব্যবসায়ীদের ধরে নিয়ে ‘গ্রেপ্তার বাণিজ্য’ করতে থাকে। এতে অতিষ্ট হয়ে স্থানীয় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজৈরে মানববন্দন করেন।
মানববন্ধনে বক্তাদের দাবী, পুলিশ হয়রানি করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ধরে নিয়ে গ্রেপ্তার বাণিজ্য করছে। একারণে বাধ্য হয়ে আমরা ওদের বিচার ও গ্রেপ্তার বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি।এব্যপারে রাজৈরের পৌর মেয়র শামিম নেওয়াজ মুন্সি বলেন, পুলিশের সাথে ভুল বোঝাবুঝির কারণে মানববন্ধন হয়েছিল। পরে সমাধান হয়ে গেছে।
রাজৈর থানার ওসি শওকত জাহান বলেন, গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ সত্য নয়। করোনা পরিস্থিতির কারণে দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অনেকেই নির্দেশ মানে না। একারণে বুধবার একজনকে ধরে আনতে গিয়ে মেয়ররে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়েছে।
আগামীনিউজ/মাসুদ/জেএস