শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে অর্থ সহায়তায়: নাছির

নিউজ ডেস্ক জুন ২৪, ২০২০, ১০:৪৪ পিএম
মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনার কারণে কর্ম হারানো পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালানো বড়ই কষ্টকর। এমনকি ঝরে পড়তে পারে অনেক শিক্ষার্থী। তাই কভিড-১৯ দুর্যোগকালীন সময়ে ইউএনডিপি ইউকে-এইড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ দুপুরে চসিক সম্মেলন কক্ষে ইউএনডিপি ইউকে-এইড এর সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক সূত্রে জানা যায়, আজ ৩ হাজার ৩৩৭ শিক্ষার্থীর মাঝে ২০২০ সালের দ্বিতীয় দফা অনুদান হিসেবে ৮২ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা বিতরণ করা হয়। ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত এসব শিক্ষার্থীদের মধ্যে ৮৬৮ জন ছেলে এবং ২৫৩৬ জন মেয়ে শিক্ষার্থীদের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়। এ অর্থ সহায়তা উপকারভোগীদের মোবাইল একাউন্টে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মো. সারোয়ার হোসেন খান, সোসিও ইকোনমিক ও নিউট্রিশন এক্সপার্ট মোহাম্মদ হানিফ, টাউন ফেডারেশন এর চেয়ারপার্সন কোহিনুর আক্তারসহ এলআইইউপিসি প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/জেএস