‘কৃষিই সমৃদ্ধ’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস সহ কৃষি অফিসের কর্মচারি সহ বিভিন্ন ইউনিয়নের ব্লক সুপার ভাইজার ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
এসময় কৃষি কর্মকর্তা জানান, উপকরণ বিতরণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার সবজির বীজ উপজেলার ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রাথমিক পর্যায়ে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার মোট ৪১৬ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
আগামীনিউজ/বুরহান/জেএস