যুদ্ধাপরাধ মামলায় ফাসির দন্ড প্রাপ্ত পালাতক আসামী জাহিদ হোসেন খোকন রাজাকারের ভাগ্নে ফরিদপুরের বহুল আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের চতুর্থ দফায় আরো চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে ফরিদপুর ১নং আমলী আদালতের বিচারক মো. ফারুক হোসাইনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে ফরিদপুরের ১ নং আমলী আদালতে বরকত ও রুবেলকে হাজির করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়ার ১২’শ বস্তা চাল ও বিপুল পরিমান বিদেশী মুদ্রা ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক বেলাল হোসেন জানান, গত ১৮তারিখে মাদক মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করা হয় বরকত ও রুবেলকে। চাল ও বিদেশী মুদ্রা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার থেকেই এই রিমান্ড কার্যকর হবে বলেও জানান তিনি। গত ৭ জুন পুলিশের হাতে আটকের পরে বরকত ও রুবেলের গাড়ির গ্যারেজ, গোডাউন থেকে ১২’শ বস্তা চাল জব্দ করে পুলিশ। এই ঘটনায় কোতয়ালী থানার উপ পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে উপ পরিদর্শক কবিরুল হক।
এর আগে ১ম দফায় অস্ত্র মামলায় বরকত, রুবেলসহ ৪ জনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ, ২য় দফায় সুবল সাহার বাড়িতে হামলার মামলায় বরকত ও রুবেলসহ তিনজনকে আরো ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ৩য় দফায় মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় ৩ দিনের রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করে চাল উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় ৪র্থ দফায় রিমান্ড আবেদন জানালো পুলিশ।
উল্লেখ, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা’র বাড়িতে হামলায় ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৭ জুন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোট ভাই ইমতিয়াজ হোসেন রুবেলসহ ৯ জনকে আটক করে পুলিশ। পরে রুবেল ও বরকতের দেহ ও বাড়ি তল্লাশী করে ৭ টি আগ্নেয়াস্ত্র, বিদেশী মদ, ইয়াবা, ডলার, ভারতীয় রুপী ও নগদ ২৯ লক্ষ টাকা এবং ১২’শ বস্তায় ৬০ হাজার কেজি চাল জব্দ করে। সেসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩ টি মামলা দায়ের করা হয়।
আটকের পর শহর আওয়ামীলীগ জরুরী সভা করে সাধারণ সম্পাদকের পদ থেকে বরকতকে অব্যাহতি দিয়ে বহিস্কারের শুপারিশ করে জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে চিঠি পাঠায়। জেলা বাস মালিক গ্রæপও বরকতকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়। অপরদিকে ফরিদপুর প্রেসক্লাব জরুরী সাধারণ সভার মাধ্যমে ফৌজদারী অপরাধে জরানোয় ক্লাবে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিধায় ইমতিয়াজ হাসান রুবেলকে সভাপতির পদ থেকে অব্যাহতি এবং প্রেসক্লাব থেকে বহিস্কার করে।
আগামীনিউজ/রুবেল/জেএস