ভালুকায় সড়কে ঝরে গেল ২ প্রাণ

নিউজ ডেস্ক জুন ২১, ২০২০, ০৯:০৯ এএম
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী এলাকার ড্রিম ওয়ার্ল্ডের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- উপজেলার রাজৈ ইউনিয়নের জাকির হোসেন (২৫) এবং কাইচান গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল আলম (২৭)। আশরাফুল মাস্টারবাড়ি এলাকায় এসএমসি ফ্যাক্টরিতে চাকরি করতেন বলে জানায় পুলিশ।

ভরাডোব হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফ উদ্দিন জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

রাতেই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় ঘাতক কাভার্ডভ্যানটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জব্দ করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আগামীনিউজ/জাগো/জেএফএস