অসহায় হতদরিদ্রের মাঝে ‍‍`ইকোহাট‍‍`

নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২০, ০৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

অসহায় হতদরিদ্র ও ফুটপাতে থাকা মানুষদের জন্য ”ভালবাসার আম”উৎসবের আয়োজন করেছেন ইকোহাট নামে একটি অনলাইন হাট নামে একটি বেসরাকারী ই কমার্স সাইট। তাদের  উদ্যেশ্য ঢাকা শহররর যারা অসহায় ও ফুটপাতে যারা বসবাস করে যারা আম খেতে পারে না তাদের জন্য ইকোহাট আম উৎসবের আয়োজন করেছে।

রাজধানীর শাহবাগের টিএসসি এলাকায় হতদরিদ্র ও ফুটপাতে থাকা অসহায় মানুষের মাঝে “ভালবাসার আম”উপহার দেওয়া হয়। এই উৎসব চলবে পুরো আমের মাস জুড়ে। ইকোহাটের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক রকিবুল হোসেন বলেন,আম আমাদের দেশের সবচেয়ে সুস্বাদু ফল। কিন্তু অসহায় হতদরিদ্র ও ফুটপাতে থাকা মানুষের সৌভাগ্য হয় না এই ফলের স্বাদ নিতে।ইকোহাট মনে করে দেশের এই মাটির ফলের উপর সকলের হক আছে।আমাদের লক্ষ আমরা এই বছর থেকে সব মানুষের সাথে ফল ভাগাভাগি করে খাব।আমরা সিদ্ধান্ত নিয়েছে এই মৌসুমে ২শত কেজি আম অসহায় ও ফুটপাতে থাকা মানুষের মাঝে “ভালবাসার আম”বিতরণ করা হবে।

তিনি আরও বলেন,সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা সম্ভব হবো। ইকোহাট “দ্য হ্যান্ড্রেড”এর একটি ই-কমার্স উদ্যোগ।আগামী বছর ইকোহাটের মাধ্যমে ১ হাজার কেজি আম উপহার দেওয়া হবে।করোনাকালে মানুষের হাতে সরাসরি ভেজালমুক্ত ভাল মানের কৃষি পণ্য পৌঁছে দিতেই "ইকোহাট'' এর জন্ম।

আগামীনিউজ/ইমরান/জেএস