পিরোজপুরে আম্পানে বৃদ্ধাসহ ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক মে ২১, ২০২০, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পান সন্ধ্যা থেকে শুরু করে রাতভর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে গেছে। এতে পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানিকে পৃথক ঘটনায় ৭০ বছরের এক বৃদ্ধাসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় আম্পানের প্রভাবে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে পানিবন্দি হয়ে ইন্দুরকানি উপজেলার ওমেদপুর গ্রামে শাহআলম নামে ৫৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিষয়টি জানিয়েছেন ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

অপরদিকে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডুবতী এলাকায় ঝড়ের সময় আশ্রয় নিতে পাশের বাড়িতে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে গোলবানু (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলবানু ঝড় শুরু হলে বুধবার (২০ মে) রাত ৯টার দিকে পাশের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী নিউজ/ তামিম