মার্কেট খোলার ১ম দিনে উপচে পড়া ভিড়, নেই সামাজিক দূরত্ব

বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি মে ১০, ২০২০, ০৫:২৯ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিভিন্ন পোশাকের দোকান ও মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়। নেই সামাজিক দূরত্বের বালাই।

রবিবার সকালে বালিয়াকান্দি বাজার ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনেই মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী এবং ক্রেতারা অবাদ বিচরণ করছে। তবে সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনা বৃদ্ধি করতে দেখা যায়।

মার্কেটে আসা এক ক্রেতার সাথে কথা বললে তিনি জানান, মার্কেট বন্ধ হয়ে যাবে এইজন্য সকাল সকাল বাচ্চাদের জামা-কাপড় কিনতে এসেছি। দেরিতে আসলে বিড়ম্বনায় পড়তে হবে।

ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার প্রশ্ন করতেই তিনি বলেন, আমি কিছু কিনি নাই বাচ্চাদের জামা-কাপড় না কিনে দিলে ওরা কান্নাকাটি করবে তাই বাজারে আসতে হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, আমরা প্রতিটা বাজারে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করছি। ক্রেতাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন অপ্রাপ্তদেরকে  বাজারে নিয়ে না আসে। এবং তারা যেন অবশ্যই মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার করেন। 

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ/ অনিক/ তাওসিফ