নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লাভজনক ও পরিবেশবান্ধব তিলের আবাদ। এক সময় উপজেলায় প্রচুর পরিমাণ এই লাভজনক ফসলের আবাদ হলেও তা ধান চাষের কারণে প্রায় হারিয়ে গিয়েছিলো। ধান চাষে লোকসান হওয়ার কারণে উপজেলার কৃষকরা আবার তিল চাষের দিকে ঝুঁকছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, একই জমিতে বার বার একই ফসল ধান চাষের কারণে জমির উর্বরতা হ্রাস পাওয়ার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তিলসহ বিভিন্ন প্রকারের লাভজনক রবি শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কারণ এই ফসলগুলো চাষ করতে কম পরিশ্রম ও খরচও কম করতে হয়। তাছাড়া তিল চাষ করলে তিল থেকে অধিক পুষ্টিগুন সম্পন্ন স্বাস্থ্যকর তেল পাওয়া যায়, জ্বালানী হিসেবে তিলের গাছ ব্যবহার করা যায় এবং তিলের ফুল থেকে মধুও সংগ্রহ করা যায়।
এই ফসলগুলো হচ্ছে পরিবেশবান্ধব বহুমুখি লাভজনক আবাদ। এছাড়া এই ফসলগুলো জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি করে। বর্তমানে বাজারে তিলের চাহিদা ভালো থাকায় লাভও অনেক বেশি।
চলতি রবি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শতাধিক কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় তিল চাষে বিনামূল্যে তিলের বীজ, সার ও বালাইনাশক প্রদান করা হয়। চলতি রবি মৌসুমে উপজেলার ৫হেক্টর জমিতে বারি তিল-১০ জাতের তিল চাষ করা হয়েছে। এই জাতের তিলে পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম হওয়ার কারণে চলতি মৌসুমে তিলের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
এছাড়াও বার বার ধান চাষে লোকসান হওয়ার কারণে উপজেলার কৃষকরা বর্তমানে ধান চাষ বাদ দিয়ে তিলসহ বিভিন্ন রকমের লাভজনক রবি শস্য চাষের দিকে ঝুঁকছেন।
উপজেলার খট্টেশ্বর গ্রামের কৃষক জাফর আলী বলেন চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতায় ২বিঘা জমিতে তিলের আবাদ করেছি। আবহাওয়া তিল চাষের অনুকূলে থাকায় এবার তিলের বাম্পার ফলনের আশা করছি। এছাড়া তিলের বর্তমান বাজার অব্যাহত থাকলে দামও অনেক ভালো পাবো বলে আশাবাদি। ধান চাষের চেয়ে তিলের চাষ অনেক লাভজনক বলে আমি আগামীতেও দ্বিগুন জমিতে এই তিলের চাষ করবো।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন তিল চাষ এক সময় দেশের অন্যতম আবাদ ছিলো। কিন্তু সময়ের পরিক্রমায় বেশি লাভের আশায় কৃষকরা একই জমিতে একই ফসল ধান চাষের কারণে জমিসহ পরিবশের ক্ষতি করে আসছে। এই ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করার লক্ষ্যে সরকার লাভজনক ফসলের আবাদ পুনরায় ফিরে আনতে কৃষকদের মাঝে প্রণোদনার মাধ্যমে ভুর্তকি দিয়ে আসছে। আমরাও চেষ্টা করছি কৃষকদের লাভজনক ফসল চাষের দিকে ফিরে আনতে।
আগামী নিউজ/ বাকী/ তাওসিফ