কমলগঞ্জে চাল চুরির দায়ে পিতা-পুত্র আটক

সিলেট প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২০, ১০:৩০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গরিব ও অসহায়দের জন্যে ১০ টাকা কেজি দরের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার কর্তৃক চুরিকৃত চাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাব-৯ এর সদস্যরা।

এঘটনায় চালের ডিলার স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু আব্দুল্লাহ(৫৫) ও তার পুত্র  আজিজুর রহমান(২৮)কে আটক করে। 

বুধবার (২৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা প্রায় ৮ ঘন্টাব্যাপি এ অভিযান চালায়। এ সময় ৭ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চাল উদ্ধার করে। 

র‌্যাব-৯ কমান্ডার আনোয়ার হোসেন জানান, আটক ডিলার আবু আব্দুল্লাহ ও তার ছেলে প্রথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে সে ইসলামপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের সরকারি চাল বিভিন্ন সময় সুবিধাভোগিদের টিপসই জাল করে চুরি করে আসছে।

তিনি বলেন, ডিলারের কাছে যে পরিমান চাল কাগজে কলমে পাওয়ার কথা তার থেকে বেশি পরিমানের চাল তার গোডাউনে পাওয়া যায়। তাতে করে প্রমান মিলে যে তারা আগেথেকেই ভূক্তভুগিদের চাল আত্বসাৎ করে আসছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ডিলার আবু আবদুল্লা’র ছেলে কর্তৃক একই কর্মসূচির ৫ বস্তা চাল চুরির স্বীকারাক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  প্রথম তদন্ত কমিটির উপ-সহকারী প্রকৌশলী মামুন ভূইয়া তদন্ত করে চাল চুরির সত্যতা পেলেও অধিক তদন্তের কথা বলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

আগামী নিউজ/ কাদির/ তাওসিফ