গত ২৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক ব্যক্তি (৪২)। এরপর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৭ এপ্রিল) তার শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়াও ওই জেলার পলাশবাড়ি উপজেলার এক প্রসূতিও (২৬) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
সোমবার যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় তাতে ওই দুই রোগীসহ হাসপাতালের আরও দুই চিকিৎসকের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।
আগামীনিউজ/তামিম