যবিপ্রবির ল্যাবে আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত

যবিপ্রবি প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২০, ১১:৪৪ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে  যশোর জেলার নয় জন ও ঝিনাইদহ জেলার দু'জন রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিলে) পরীক্ষা শেষে শনিবার (২৫ এপ্রিল) সকালে যবিপ্রবির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ৫ জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা শেষে এসব করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, আক্রান্ত ১২ জনের মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৪১ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়।

এছাড়াও ঝিনাইদহ জেলার ২০ জনের নমুনা পরীক্ষা করে দুইজন করোনা রোগী পাওয়া গেছে। এই প্রথম ঝিনাইদহ জেলায় করোনা রোগী শনাক্ত হলো। আর নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরার ১১ জন ও চুয়াডাঙ্গার একজনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।


আগামীনিউজ/তামিম