নভেল করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্যবিদায়ী সহ-সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ।
মঙ্গলবার নবম দিনের মত কুয়াকাটার মাইটভাঙ্গা,লক্ষির বাজার ও চাপলী বাজারে কর্মহীন ও দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এই নেতা।
কুয়াকাটা সমুদ্র উপকুলীয় এলাকা সহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার চরাঞ্চলের কর্মহীন দরিদ্র মানুষের কাছে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন বারবার।
সরকারী জরুরী খাদ্যসহায়তার পাশাপাশি আজ ৯ দিন যাবত কুয়াকাটা,মহিপুর, বাবলাতলা বাজার, বালিয়াতলী, নীলগঞ্জ, টিয়াখালী, ধানখালী, ধুলাসার, চম্পাপুর, পায়রা বন্দর ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী নিয়ে নিজহাতে তুলে দিচ্ছেন কর্মহীন, দূস্থ্য ও অসহায় মানুষের মাঝে।
এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামীযুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাই এর আহবানে মহামারি করোনায় কর্মহীন সাধারন মানুষের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
রাষ্ট্রীয় নির্দেশনা মেনে করোনা ভাইরাসের এই মহামারি থেকে বাঁচতে ধৈর্যসহকারে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, কলাপাড়া,রাঙ্গাবালী ও মহিপুর থানাধীন সমুদ্র এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটের মধ্যে দিন পার করছে। তার সাধ্যের মধ্যে এসময়ে কর্মহীন এসব মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। সমাজের বিত্তবানদেরও কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান এই কেন্দ্রীয় যুবলীগ নেতা।
আগামী নিউজ/ তাওসিফ