সিরাজগঞ্জে জনসমাগমের অভিযোগে  ১০৯ জনের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি   এপ্রিল ১০, ২০২০, ০৪:২৯ পিএম

করোনা প্রকোপ ঠেকাতে সরকারের বিধি অমন্য করে জনসমাগমের অভিযোগে সিরাজগঞ্জে ১০৯ জনকে ৫৩ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ৭৪টি মামলায় ১০৯ জনকে মোট ৫৩ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।    

এ সময় করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিনা কারণে ঘর থেকে বের না হতে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়।  

আগামী নিউজ/ তামিম