করোনা সন্দেহে রাজবাড়ীর ১০ জনের নমুনা ঢাকায়

রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ৬, ২০২০, ০৭:৫০ পিএম

করোনা ভাইরাস সন্দেহে রাজবাড়ীর মোট দশ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে নতুন তিন জন যুক্ত হয়েছে। আগের রয়েছে ৭ জন। এক জনকে জেলা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে নমুনা পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা ওই রোগীকে তারা নিবির পর্যবেক্ষণে রেখেছেন। যে সব রোগীদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে সে সব রোগিরা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, কাশিসহ নানা রোগের আলামত নিয়ে চিকিৎসা সেবা নিতে এসেছিলো। তাদেরকে নিজ নিজ বাড়ীতে সাবধানতা অবলম্বন করে বসবাস করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী নিউজ/ জাহাঙ্গীর/ তাওসিফ