শুভসংঘ রাজবাড়ীর সম্পাদকের অর্থায়নে মিললো দরিদ্রদের আহার

রাজবাড়ী প্রতিনিধি মার্চ ২৮, ২০২০, ০৭:৪৮ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে বের না হতে সাধারণ মানুষকে বলা হয়েছে। খেটে খাওয়া দূর্ভোগে পড়া মানুষের পাশে দাড়িয়েছে দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের কর্মীরা। যা কিনা সরকারী সাহায্য তাদের কাছে পৌছানোর আগেই। 

সংগঠনাটি এসক মানুষের কাছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ও হাতধোয়ার প্রশিক নিয়ে তাদের কাছে পৌচেছে। এরই অংশ হিসেবে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল গত শুক্রবার বিকালে তার জন্য সরকারী ভাবে প্রদত্ত নববর্ষ ভাতার পুরোটাই তিনি দান করেছেন হত দরিদ্রদের মাঝে। 

ওই টাকায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ী ইউনিয়নের খামারবাড়ী গ্রামের ১৬টি পরিবারের প্রত্যেককে ৫ কেচি চাল, ১ কেজি মসুরের ডাল, ২ কেজি আটা ও ২ কেজি আলু প্রদান করেছেন।

আব্দুর রশিদ মন্ডল বলেন, যদিও তিনি হাতে নববর্ষ ভাতা পান নি। তবে মানুষের এই ক্রান্তিকালে একটু পাশে দাঁড়াতে পেরেছেন এটাই আসলে শান্তির। 


আগামী নিউজ/ তামিম