বান্দরবানে দুই গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার

বান্দরবান প্রতিনিধি মার্চ ২০, ২০২০, ১২:৫৯ পিএম

বান্দরবান জেলার সদর উপজেলায় গার্মেন্টস  থেকে বাড়ি ফেরার পথে দুই নারী ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ওই দুই নারী বান্দরবান সদর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, যৌথ খামার এলাকার সার্চথুই মারমার ছেলে উবাচিং মারমা (২৩) ও মাহেন্দ্র চালক সুজন বড়ুয়া।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ মার্চ) রাত ৯টায় দুই বান্ধবী জেলার লুম্বিনী গার্মেন্টসে কাজ শেষে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় পূর্ব পরিচিত উবাচিং মারমা এবং সুজন বড়ুয়া যাত্রীসহ ওই স্থানে গেলে গাড়িতে ওঠেন তারা। পথে অন্য যাত্রীরা নেমে গেলেও তাদের গন্তব্য দূরে হওয়ায় তারা গাড়িতেই ছিলেন। কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে না দিয়ে গাড়িটি দ্রুত সিনিয়র পাড়ার নির্জন জঙ্গলের পাশে নিয়ে যায়। পরে সুজন বড়ুয়া মুখ চেপে ধরে জোরপূর্বক জঙ্গলে নিয়ে একজনকে ধর্ষণ করে এবং উবাচিং মারমা গাড়িতেই অপরজনকে ধর্ষণ করে।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) আ. জলিল বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি।

আগামীনিউজ/তামিম