করোনাভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ শহরের জনবহুল স্থানে টহল দিতে শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-১১) ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নগরীর জনবহুল চাষাড়া এলাকা থেকে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সড়ক এবং শহীদ মিনারের আশেপাশে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হকার ও বিভিন্ন ভাসমান দোকানগুলোকে অনির্দিষ্টকালের জন্য ওঠিয়ে দেয়া হয়। এছাড়া দেশের বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে জনবহুল স্থানগুলোতে আসতে বারণ করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, জনসাধারণের অযথা ঘোরাফেরা বন্ধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষেই আমরা কাজ করছি।
আগামীনিউজ/রফিক/তামিম