নড়াইলে কুপিয়ে হত্যা, মামলা দায়ের

নড়াইল প্রতিনিধি মার্চ ১৬, ২০২০, ০১:২২ পিএম

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সাফি মোল্লা (২৮) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ভাই সোহাগ মোল্যা রোববার (১৫ মার্চ ) রাতে মামলাটি (নং ১৬) সদর থানায় দায়ের করেন।

নিহত সাফি মোল্যা ওই গ্রামের বজলু মোল্লার ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে কামালপ্রতাপ গ্রামের বিদ্যুৎ জমাদ্দার ও বাবলু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাত ৮টার দিকে সাফি মোল্লা একটি দোকানে বসে গল্প করছিলেন। এসময় প্রতিপক্ষ বিদ্যুৎ জমাদ্দার গ্রুপের ১০/১২ জন সশস্ত্র লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী সাফি মোল্লাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাই সোহাগ মোল্যা বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আগামীনিউজ/হাসি