রাজবাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে দু‍‍`গ্রুপে সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি মার্চ ১৩, ২০২০, ০৩:০২ পিএম

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ১০ জন। 

শুক্রবার (১৩ মার্চ) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান ও পরাজিত চেয়ারম্যান জজ আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের অংশ হিসেবে সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে থাকে। গত বৃহস্পতিবার বিকাল থেকে ইউনিয়নের শুবর্ণখোলা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পরে। যা আজ ভোরে সংঘর্ষে রুপ নেয়। সে সময় টেঁটার আঘাতে আসাদুল খা নামে কামরুজ্জামান গ্রুপের একজন নিহত হয়। আহত হন আরো ১০ জন। তাদের পাংশাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/হাসি