পবায় বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

রাজশাহী প্রতিনিধি মার্চ ১১, ২০২০, ০১:০৯ পিএম

রাজশাহীর পবা উপজেলায় বাসের চাপায় আব্দুস সালাম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুস সালাম উপজেলার নওহাটা পৌরসভার মধুসুদনপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাবু (৪৫) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। 

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় আহত বাবু স্থানীয় আলু ব্যবসায়ী এবং নিহত আব্দুস সালাম তার কর্মচারী। সকালে তারা মোটরসাইকেল নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। মোটরসাইকেলচালক বাবু  গুরুতর আহত হন । স্থানীয়রা বাসটিকে আটক করে। চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  আহত ব্যক্তিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আটক বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান পবা থানার ওই পুলিশ কর্মকর্তা।

আগামীনিউজ/হাসি