লক্ষ্মীপুরে ইলিশ ধরার দায়ে ১৫ জেলে আটক ও নৌকা জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি মার্চ ১০, ২০২০, ০৪:৪৪ পিএম

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ১৫টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

সোমবার রাত থেকে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পর্যন্ত মেঘনার মজুচৌধুরীরহাট ও মতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

জব্দকৃত জালগুলো মজুচৌধুরীরহাট ঘাটে পুড়িয়ে বিনষ্ট করে দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এ সময় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ নিয়ে গত তিনদিনে ৪৮জনকে আটক করা হয়।   

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ’কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ একশ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। আইন আমন্য করে মাছ শিকার করলে জেল-জরিমানার বিধান রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আগামীনিউজ/ইউসুফ/তামিম