ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি মার্চ ৮, ২০২০, ১১:১৬ এএম

লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।

শনিবার (০৭ মার্চ) রাতে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে বাদিয়ারচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে অনেককেই খোলা আকাশে রাত কাটাতে হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোন কোন বাড়ি বাঁশ বাগানের উপরে আছড়ে পড়েছে। আবার গাছপালা ভেঙে বাড়ির ওপর পড়েছে। উপড়ে গেছে বিশাল বিশাল গাছ । কোন কোন ঘর ৩০ থেকে ৪০ ফুট উঁচুতে উঠে যাওয়ার ঘটনাও ঘটেছে। ছিড়ে গেছে বিদ্যুতের সংযোগ লাইন।
 
এদিকে, ঘূর্ণিঝড়ের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস। পরে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও  ইউএনও জরুরি ত্রাণ বিতরণ করেন। ত্রাণে ছিল চিড়া,সয়াবিন তেল,মশুর ডাল ও চিনি।

আগামীনিউজ/মিজান