ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় মাসুম ব্যাপারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম ব্যাপারী আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতেন। তিনি মানিকগঞ্জ জেলার আব্দুর রউফ ব্যাপারীর ছেলে।
এসময় তার সঙ্গে থাকা আরমান (২৪) ও মোশাররফ (২৮) নামে আরো দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র কলোনির বাসিন্দা।
সতাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, রাতে মোটরসাইকেলে করে ওই তিনজন সরাইলে আসছিলেন। পথে মালিহাতা এলাকায় এলে পেছন থেকে আসা সিলেটগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয় আর গুরুতর আহত হন আরমান ও মোশারফ।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/হাসি