গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

রাজশাহী প্রতিনিধি মার্চ ১, ২০২০, ০১:১৮ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৮ জনে নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী নামে আহত এক ব্যক্তি মারা যান। রমজান গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

নিহত অন্যরা হলেন, রাজশাহী নগরীর মুন্নাফের মোড় এলাকার মুসাব্বের আকাশ আলী (৪০), তার স্ত্রী হাসনারা বেগম (৩৫), মেয়ে মুসফিরা খাতুন (৮) ও চার মাসবয়সী ছেলে হাসান আল আদিব, গোদাগাড়ী উপজেলার কেল্লাবাড়ইপাড়ার রমজান আলীর স্ত্রী আসিয়া খাতুন (৩০), তার দুই বছরের মেয়ে রাফিয়া খাতুন এবং গাড়ির চালক ও মহানগরীর মেহেরচণ্ডী এলাকার মাহবুবুর রহমান (৪০)। নিহত ৭ জনকে শুক্রবার রাতে পৃথক গোরস্থানে দাফন করা হয়।

রমজানের শ্বশুর আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজানের অবস্থান প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গত শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) দুর্ঘটনাস্থলে তিনজন মারা যান। আর হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ৭ জন। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রমজানের মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় আর কেউ বেঁচে রইলো না।

আগামীনিউজ/মাসুম