শার্শায় মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০১:২৮ পিএম

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ৭ মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচাল করেন।

অভিযানে নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার রহমান, লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও হযরত আলীকে পৃথক ভাবে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারণ বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রির ভোক্তার অভিযোগ পাওয়া যায়। তারই অভিযোগের ভিত্তিতে এ অভিযান।

আগামীনিউজ/ওসমান/মাসুম