ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক উজায়ের আহম্মেদ আদনান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।
আগামীনিউজ/মাসুম