মামলার বাদী হলো আসামি আর বিচারক হলেন বাদী

ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৪:০৫ পিএম

ঝিনাইদহে নেগোশিয়েবল ইন্সষ্ট্রুমেন্ট অ্যাক্টের (চেক ডিসঅনার) মামলায় মিথ্যা সাক্ষ্য ও চেক টেম্পারিং করার দায়ে ওই মামলার বাদী আবদুল জলিলের বিরুদ্ধে এক দৃষ্টান্তমুলক রায় দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট মো. হাসানুজ্জামান পৃথক দুটি ধারায় আসামি আবদুল জলিলকে (বাদী ও পরবর্তীতে) দোষি সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

আবদুল জলিল ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

আগামীনিউজ/কাজল/মাসুম