মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৪:৪৭ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় সুজাউল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা ভবনে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত ওই শিক্ষক। 

জানা যায়, শাইলগুন সৈয়দ জালালীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক সুজাউল ইসলাম ১২ বছরের এক ছাত্রকে গত রমজান মাস থেকে বিভিন্ন কৌশলে বলাৎকার করে আসছেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ভবনে তালা ঝুলিয়ে আত্মগোপনে যান।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি বিষয়টি আমি আমার পরিবারকে জানাই। 

শিক্ষার্থীর মা ও চাচি ক্ষোভের সঙ্গে জানান, আমরা ওই শিক্ষকের উপযুক্ত বিচার দাবী করছি। কিন্তু তৃতীয় পক্ষ আপোস-মিমাংসার নামে থানায় মামলা দায়ের করতে দিচ্ছেন না।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের দেখা না পাওয়ায় তার মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি ধরেননি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, ঘটনা শুনার পর পরই  ঔ ছাত্রের বাড়িতে বার বার গিয়েও মামলা করাতে পারিনি। তবে আমরা একটি সাধারণ ডায়েরিও অন্তর্ভুক্ত করেছি।

আগামীনিউজ/তামিম