বরিশালের বাবুগঞ্জে সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মাধবপাশা খালের বেইলি সেতুটি অতিক্রমকালে বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক ওই সেতুতে উঠে যায়। এ সময় ব্রিজটি দুলতে শুরু করে। একপর্যায়ে অপর প্রান্তের ট্রাকটি নিরাপদে উঠে গেলেও পাথরবোঝাই ট্রাকটি নিয়ে বেইলি সেতুটি ভেঙে পড়ে।
বিমানবন্দর থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বেইলি সেতুটি দিয়ে সাত টন ওজনের বেশি ভারী যানবাহন চলাচল নিষেধ ছিল। কিন্তু সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করে আসছিল। সেতুটি মেরামত করতে ৫-৭ দিন লেগে যাবে বলে তিনি জানান।
আগামী নিউজ/তামিম