ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন জয়ী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি জানুয়ারি ৮, ২০২৪, ১০:১১ এএম

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১ হাজার ৯৪৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি পেয়েছেন ১লাখ ৬ হাজার ৭৬৮ ভোট।

 

তার নিকটতম ১৪ দলীয় জোট সমর্থিত

ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র পেয়েছন ৬৪ হাজার ৮২১ ভোট।

 

এ ছাড়াও বিকল্প ধারা বাংলাদেশের খলিলুর রহমান (কুলা) পেয়েছেন ৬০৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল পাখি) পেয়েছেন ১ হাজার ৬৮৩ ভোট। 

 

ভোটগ্রহণ শেষে আজ রবিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান ১২৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

 

ঠাকুরগাঁও ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে। 

এ আসন টি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ।  মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। এ আসনের ভোটে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।

 

আনোয়ার হোসেন আকাশ/এমআইসি