এবারের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০২৩, ০৩:৫০ পিএম

ঢাকাঃ বর্তমান নির্বাচন কমিশন খুবই শক্তিশালী মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এবারের নির্বাচন কমিশন কোনো কারচুপি হতে দেবে না। তাছাড়া শেখ হাসিনার সরকারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আজিজ কমিশনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় আজিজ মার্কা ইলেকশন কমিশন এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছে। এখন যাতে ভুয়া ভোট না হয় সেজন্য আমরা বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছি।

এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে পরররাষ্ট্রমন্ত্রী ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি না দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তান, ইউক্রেন ও লিবিয়ার মতো বাংলাদেশে মারামারি কাটাকাটি হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

আব্দুল মোমেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এর আগে সকালে নগরীর আম্বরখানা এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিপিডিতে অনেক রাশিয়ান অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অঙ্ক কষে ব্যাংকিং খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছেন।’

সিপিডির প্রতি সম্মান জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী। দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন তাদের অনেকেই রাশান ইকোনোমিস্ট। তারা ঘরে বসে অঙ্ক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য। সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে।’

পোশাক শ্রমিকদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।’


এমআইসি/