মার্জুকের নেতৃত্বে অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল

জাবি প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২৩, ০৯:০৬ এএম

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

সোমবার সন্ধ্যা ৬.৩০ টায় শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুকের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন থেকে শুরু করে জাবি বিশমাইল গেইট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে মশাল মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

 

উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন। এছাড়া আরও উপস্থিত ছিল জুবাইর আল- মাহমুদ, ছাত্রনেতা নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সাহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লুর, আলামিন, জিসান, ফুয়াদ, রাজু, সাফায়াতসহ আরও অনেকে।

 

মিছিল শেষে আব্দুল কাদের মার্জুক বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশ রক্ষার যে আন্দোলনের ডাক দিয়েছেন জাবি ছাত্রদল অতীতের ন্যায় সেই ডাকে সাড়া দিয়ে নিয়মিত কর্মসূচী পালন করে যাচ্ছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত জাবি ছাত্রদলের নেতৃবৃন্দ জীবনের শেষ রক্তবৃন্দ পর্যন্ত মাঠে থাকবে।’

ছাত্রদল নেতা জুবাইর আল- মাহমুদ বলেন, ‘ভোটচুর হাসিনার গঠিত অবৈধ নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে নিয়ে ছাত্রদল প্রতিহত করবে।’

ছাত্রনেতা নাইমুর হাছান কৌশিক বলেন, ‘দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা ভোটের অধিকার ফিরে পেতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত  রাজপথ  ছেড়ে যাবো না।’

উল্লেখ্য যে, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশরক্ষার ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জাবি শাখা ছাত্রদল এ মশাল মিছিল করে।

 

সৈকত ইসলাম/এমআইসি