ছয়তলা থেকে পড়ে ইবি ছাত্রীর মৃত্যু, নেপথ্যে পারিবারিক কলহ!

ইবি প্রতিনিধি আগস্ট ৮, ২০২৩, ১০:০৫ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ভবনের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী নওরীন নুসরাত।

মঙ্গলবার (০৮ আগস্ট) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত নওরীন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার।

তিনি জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিলো।

এর আগে গত ২১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতেন তিনি। সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

নওরীনের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মুতাছিম বিল্লাহ রিয়াদ/এমআইসি