জাবিসাসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জাবি প্রতিনিধি জুন ২৩, ২০২৩, ১০:২২ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) ২০২৩-২৪ সালের নব নির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছে।

 

শুক্রবার (২৩জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে  ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে ২০২২-২৩ সালের কমিটির কাছ থেকে ২০২৩-২৪ সালের কমিটির সভাপতি আরিফুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু এ দায়িত্ব বুঝে নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। এ সংগঠন সব সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশন করে আসছে। 

 

তিনি বলেন, সাংবাদিকরা এই বিশ্ববিদ্যালয়ের দর্পন।তাদের লেখনির মাধ্যমেই কোনো প্রতিষ্ঠানের দুর্নাম বা সুনাম প্রতিষ্ঠিত হয়। আমি প্রত্যাশা করি সাংবাদিকরা তথ্যের সত্যতা যাচাই করে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন ও বিশ্ববিদ্যালয়ের দেশের কাছে তুলে ধরবে। 

 

বিশেষ অতিথির বক্তব্যে জাবিসাস উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের দর্পন। যে দর্পণে অন্যায়ের বিরুদ্ধে সকল সত্য দৃশ্যমান হয়। সাংবাদিকরা এই কাজটি দক্ষতার সাথে করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের কল্যাণে অতীতে যেভাবে কাজ করে গেছে সামনেও তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে বলে প্রত্যাশা করি।'

 

অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন," সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সচ্ছ দর্পণ। আমাদের সবার উচিত নিজকে পরিশুদ্ধ রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা করা।" তিনি সাংবাদিকদেরকে  নির্ভয়ে তাদের কার্যক্রম পরিচালানার জন্য উৎসাহিত করেন।  

 

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি  বেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক আলকামা আজাদ বিগত বছরের অভিজ্ঞতার আলোকে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার নানা সংকটের কথা তুলে ধরেন। এবং নতুন কমিটিকে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরামর্শ দেন।

 

 অনুষ্ঠানের সমাপনী  বক্তব্যে জাবিসাসের বর্তমান সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন," জাবিসাস প্রতিষ্ঠার ৫২ বছর  চলছে, পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাবো বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্খী হিসেবে জাবিসাস কাজ করে এসেছে। ধর্ষণ,  দুর্নীতি এসব দূরীকরণে বস্তুনিষ্ঠ সমালোচনা করেছে।

আমাদের নেতৃত্বে গড়ে ওঠা পরিষদও একি ভাবে কাজ করবে, এতে প্রশাসন থেকে শরু করে সকল সামাজি, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনকে আমরা পাশে পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি।"

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ,  বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক বশির আহমেদ, শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অমর্ত্য রায় প্রমুখ।

 

সৈকত ইসলাম/এমআইসি