ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৪ নভেম্বর

ক্যাম্পাস প্রতিবেদক নভেম্বর ১২, ২০২২, ০৪:০৫ পিএম

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। শনিবার (১২ নভেম্বর) বি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস (চারুকলা) বিভাগে ভর্তির আবেদন করেছে তাদের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ঐ দিন নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ফাইন আর্টস বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে 'এ' ইউনিটের জন্য ৯টি, 'বি' ইউনিটের জন্য ১৫টি ও 'সি' ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।

বুইউ